পাঞ্জশির এখনও পুরোপুরি পায়নি তালেবান: আহমাদ ওয়ালি মাসুদ

পাঞ্জশির এখনও পুরোপুরি পায়নি তালেবান: আহমাদ ওয়ালি মাসুদ

অনলাইন ডেস্ক

পাঞ্জশিরের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি তালেবানের হাতে চলে যায়নি। তালেবান গোষ্ঠী পাঞ্জশির নিয়ন্ত্রণের যে দাবি করছে তা সঠিক নয়। এমন দাবি করেছেন আফগানিস্তানের জাতীয় বীর আহমাদ শাহ মাসুদের ভাই আহমাদ ওয়ালি মাসুদ।

প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধারা এখনও যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

জেনেভায় আফগানিস্তানের প্রতিনিধির দপ্তরে এক বৈঠকে তিনি আরও বলেছেন, ভাতিজা আহমাদ মাসুদের নেতৃত্বাধীন তালেবান বিরোধী প্রতিরোধ ফ্রন্ট এখনও তালেবানের কাছে আত্মসমর্পণ করেনি এবং এই ফ্রন্টের যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন:


রাঙামাটি কাপ্তাই হ্রদ থেকে পর্যটক উদ্ধার

ফিল্ডিংয়ে বাংলাদেশ

সেই কারখানায় মিলল ৪ মরদেহের হাড়গোড় মাথার খুলি

শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম: আতিকুল


গতকালও পাঞ্জশিরের প্রতিরোধ ফ্রন্টের একটি সূত্র লড়াই চালিয়ে যাওয়ার দাবি করে বলেছিল, গোটা প্রদেশ তালেবান নিয়ন্ত্রণ করছে এমন কথা সঠিক নয়।

বর্তমানে পাঞ্জশিরের প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন আহমাদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় বিজয় দাবি করেছে তালেবান।

তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ (সোমবার) বলেছেন, এই বিজয়ের মধ্যদিয়ে আমাদের দেশ পুরোপুরি যুদ্ধের ডামাডোল থেকে মুক্তি পেল।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর