বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের সম্ভাবনা

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার রাতে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ এই তথ্য জানান।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ বলেন, কাল-পরশু হয়তো বৃষ্টি বাড়তে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থয়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের দুই-এক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন:

কোহলিকে নিয়ে নিজের গোপন তথ্য ফাঁস করলেন নায়িকা

টানা লোকসানে ভারতে ফোর্ডের কারখানা বন্ধের সিদ্ধান্ত

হিজাব ছাড়া নারীদের নিয়ে তালেবান কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য


তিনি আরও জানান, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনের আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় সর্বোচ্চ ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

news24bd.tv/ নকিব