সব ম্যাচে দেখা যাবে না রোনালদোকে: ম্যানইউ কোচ

সব ম্যাচে দেখা যাবে না রোনালদোকে: ম্যানইউ কোচ

অনলাইন ডেস্ক

শনিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে দ্বিতীয়বারের মতো অভিষেক হয়েছে রোনালদোর। দীর্ঘ ১২ বছর পর তার এই ফেরা স্মরণীয় করে রেখেছেন জোড়া গোল করে।  

তবে ভক্তদের একটা দুঃসংবাদই দিলেন ম্যানইউ কোচ ওলে গানার শুলেখার। রোনালদোকে যে নিয়মিত এমন মাঠ মাতাতে দেখা যাবে না তা জানিয়ে দিয়েছেন তিনি।

শুলেখার বলেন, ‘রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের সব ম্যাচই খেলবেন না। মৌসুম শুরুর আগে থেকেই সে খেলার মধ্যে আছে। তাই মাঝে মাঝে তাকে বিশ্রাম দেওয়া হবে। তবে তাকে খেলার বাইরে রাখা অসম্ভব।

তাই তার সময়টাকে পরিকল্পনা মাফিক কাজে লাগাতে হবে। ’

প্রিমিয়ার লিগের পর এবার ম্যানইউয়ের জার্সি গায়ে চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে রোনালদোকে। মঙ্গলবার সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজের বিপক্ষে ম্যাচ রয়েছে ম্যানইউয়ের।

আরও পড়ুন:

ডায়োজিনিস দ্য সিনিক হতে পারেন আমাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত!

রক্ত দিয়ে এরশাদকে লেখা প্রেমিকার চিঠি

যে কারণে স্ট্যাপলার পিন মুক্ত হচ্ছে না টাকার বান্ডিল

'ছেলেদের সাথে বসা যাবে না, মানতে হবে ড্রেসকোড'


ফিটনেসের দিক থেকে রোনালদো চিরতরুণ হলেও বাস্তবতাও মেনে নিতে হবে। রোনালদোর বয়স ৩৬ চলছে। কাজেই মাঠে তার কাটানো প্রতিটি মিনিট বুঝেশুনে খরচ করতে চান ম্যানইউ কোচ।

সূত্র- গোল.কম

news24bd.tv/ নকিব