কোটি টাকা আত্মসাতের অভিযোগ স্কুল শিক্ষিকার বিরুদ্ধে

Other

হালাল উপার্জন আর বেশি লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে পাবনার এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। পাবনা শহরের শতাধিক মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ এরইমধ্যে ওই নারীকে আটক করেছে।  

পাবনা পৌরসভার আটুয়া হাউজ পাড়ার চিত্র।

প্রতারণার অভিযোগ এনে এক স্কুল শিক্ষিকার বাড়িতে ভিড় করেছেন স্থানীয় মানুষ। একবছর আগে সীমা আক্তার নামে এই শিক্ষিকা ব্যবসায় বিনিয়োগের কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ।

এক পর্যায়ে ওই অর্থ নিয়ে গা ঢাকা দেন শিক্ষিকা। ৬ মাস পর নিজের বাড়িতে ফিরলে টাকার জন্য চাপ দেন প্রতারণার শিকার মানুষ।

কোনো ব্যবসা না থাকলেও, বিভিন্ন স্থানে বিনিয়োগের কথা বলে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন সীমা আক্তার।

আরও পড়ুন


আশ্রয়ণ প্রকল্প: এটা তো দুর্নীতির জন্য হয়নি, এটা কারা করলো?

আগের স্ত্রীকে তালাক না দিয়েই মাহিকে বিয়ে করেছে রাকিব

আমরা কখনো জানতামও না যে এই সম্পদ আমাদেরই ছিলো


 

এ নিয়ে গেল মঙ্গলবার আটুয়া হাউজপাড়ায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এক পর্যায়ে পুলিশে খবর দেন ভুক্তভোগিরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে সীমা আক্তারকে।

স্থানীয়রা জানান, সীমা আক্তারের প্রতারণার শিকার হয়েছেন পাবনা শহরের আটুয়া হাউজপাড়াসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষ।

news24bd.tv/আলী