মোদির জন্মদিনে খোঁচা দিলেন নুসরাত

মোদির জন্মদিনে খোঁচা দিলেন নুসরাত

অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ। ৭১ বছরে পা দিলেন তিনি। বিশেষ এই দিনটিতে রাজনৈতিক নেতা, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। তবে ভিন্নপথে হাঁটলেন কংগ্রেসের সাংসদ ও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নুসরাত জাহান।

 

এক টুইটে নুসরাত লিখেছেন, ‘বয়স বাড়লে মানুষের বুদ্ধি বাড়ে। আশা করছি, এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার গিমিক ত্যাগ করবেন এবং কোটি কোটি মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন, যারা দেশের উন্নতির জন্য প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন। ’

টুইটে নুসরাত

এখানেই শেষ নয়, হ্যাশট্যাগে নুসরত আরও লেখেন, ‘জাতীয় জুমলা দিবসে নরেন্দ্র মোদিজিকে শুভেচ্ছা। ’

নুসরাতে এমন কটাক্ষকে মেনে নিতে পারেননি নেটিজেনরা।

অনেকেই পালটা আক্রমণ করেছেন এই তৃণমূল সাংসদকে।

অর্ণব রায়চৌধুরী নামের একজন লিখেছেন, ‘এভাবে একজনকে জন্মদিনে শুভেচ্ছা জানানো হয় বুঝি? তা সে প্রধানমন্ত্রী হোক বা অন্য কেউ। আপনি বরং তার সমালোচনা করুন, জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানানোর পরিবর্তে। ’

অর্ণব রায়চৌধুরী

অন্য আরেকজন লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে রাজনীতিকে বাইরে রাখুন। আশাকরি বয়সের সঙ্গে সঙ্গে সকলেই পরিণত হোক। ’

আরও পড়ুন:


একবার বিদ্রোহী হলে আজীবন নৌকা থেকে বঞ্চিত

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে নেই আর্জেন্টিনা

করোনায় স্কুল বন্ধ থাকায় শ্রেণিকক্ষে সপরিবারে বসবাস

রোহিঙ্গা ইস্যুতে কমনওয়েলথের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী


অনেকে আবার নুসরাতের এমন শুভেচ্ছাবার্তার প্রশংসাও করছেন। নুসরাতের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা লিখেছেন, ‘একদম ঠিক কথা। মোদিজির উন্নয়ন ব্যাকটেরিয়ার মতো, খালি চোখে দেখা যায় না। ’

news24bd.tv নাজিম