অর্ধশত বছর পর জেগে উঠা স্পেনের ক্যানারি দ্বীপে লা পালমার আগ্নেয়গিরিতে ক্রমাগত লাভা নির্গতের ঘটনায় স্থানীয়দের সরিয়ে নেয়া হচ্ছে।
এ পর্যন্ত ৫ হাজার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। সরিয়ে নেয়া হচ্ছে খামার থেকে পশু পাখিদেরও। বিবিসি জানায়, রোববার লা পালমায় অগ্নুৎপাতের ফলে লাভা বেরিয়ে আশপাশের জঙ্গল এবং গ্রাম গুলিকে নষ্ট করে পাহাড় বেয়ে নামছে।
আরও পড়ুন
শরীরের বাইরে শিশুর হৃদপিণ্ড, ব্যয়বহুল বলে হচ্ছে না চিকিৎসা
স্বাস্থ্যের সাবেক ডিজির বিরুদ্ধে চার্জশিট
নুসরাতকে সাবেক স্বামীর আইনি নোটিশ
news24bd.tv/এমি-জান্নাত