আমাদের সামনে কঠিন সময় আসছে : শামীম ওসমান

আমাদের সামনে কঠিন সময় আসছে : শামীম ওসমান

অনলাইন ডেস্ক

দেশ নিয়ে খুব বেশি আন্তর্জাতিক চক্রান্ত  হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, আমাদের সামনে যে কঠিন সময় আসছে, সে সময়টাতে আবার আমাকে ফাইট দিতে হবে। আমি মনে করি ২০০১ সালের  বোমা হামলাতেই মরে গেছি। তাই মৃত্যুকে আমি আর ভয় পাই না, ভরসা একমাত্র আল্লাহর ওপর আর সত্যের পথেই হাঁটব।

মঙ্গলবার (২১ সেপ্টম্বর) ইলেক্ট্রনিকস সাংবাদিকদের নতুন সংগঠনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন শামীম ওসমান। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক এম এ সালাম।


সিলেটে বাসার ছাদ থেকে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

ক্ষমতায় থাকছেন ট্রুডো, তবে গঠন করতে হবে সংখ্যালঘু সরকার

মিডিয়া ভুয়া খবর ছড়িয়েছে: বাপ্পী লাহিড়ি


 

তিনি বলেন, সামনের সময়টা কঠিন। গ্লোবাল পলিটিকস বদলে গেছে।

বাংলাদেশে একটা কঠিন সময় আসছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি ইতিহাসে এর চেয়ে খারাপ সময় আসবে না। এ সময় জিতবেন না আপনারা। জিতবে শেখ হাসিনা।

শামীম ওসমান বলেন, আপনারা (গণমাধ্যমকর্মীরা) আমার পক্ষে বা বিপক্ষে থাকেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো এদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়নের অগ্রগতির পক্ষে থাকুন। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এদেশ আবারও মুখ থুবড়ে পড়বে।  

news24bd.tv/আলী