গ্রাহকদের টাকা ফেরত বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

গ্রাহকদের টাকা ফেরত বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার ফাঁদে পড়ে যেসব গ্রাহক টাকা হারিয়েছেন তারা যেন টাকা ফেরত পায় সেজন্য তাদের সহযোগিতা করা প্রয়োজন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল কমার্স ব্যবসায় সাম্প্রতিক সমস্যা বিষয়ে পর্যালচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ই-কমার্স বন্ধ করে দেওয়া ঠিক হবে না। কেউ যাতে প্রতারণা করতে না পারে, এজন্য আইনের আওতায় এনে ই-কমার্সকে সুশৃঙ্খল করতে হবে।

মানুষ কম দামে পণ্য পেতে চাইবে, এটাই স্বাভাবিক।

সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

news24bd.tv/এমি-জান্নাত