করোনায় একদিনে বিশ্বে মৃত্যু প্রায় ১০ হাজার

করোনায় একদিনে বিশ্বে মৃত্যু প্রায় ১০ হাজার

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২৬ হাজার ৯২৯ জন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ লাখ ৩১ হাজার ৭০৯ জন।

এছাড়া বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২৩ কোটি ৮ লাখ ৪০ হাজার ২৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে এক লাখ ৩৩ হাজার ৬২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া ২২২৮ জনের মৃত্যু হয়েছে।

রও পড়ুন:

লালন শাহ সেতুতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার ঢাকার যে এলাকায় মার্কেট বন্ধ

মাল্টা চাষে মডেল উজিরপুরের কৃষক শ্যামল, বছরে লাখ টাকা আয়

গাড়ি সাইড দেয়ায় ব্যবসায়ীকে মারধর করলেন এমপি রিমন!


এছাড়া একই সময়ে ব্রাজিলে নতুন করে ৩৬ হাজার ৪৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ৮৩৯ জনের।

করোনায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে মৃত্যুর সংখ্যা ২৭৯ এবং আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৯৫৭ জন।

news24bd.tv/ নকিব