সন্ধ্যায় আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় গুলাব

সন্ধ্যায় আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় গুলাব

অনলাইন ডেস্ক

ভারতের উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাব। আজ রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি উড়িষ্যার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝামাঝি আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

ঝড়ের সতর্কতা হিসেবে উপকূলীয় এলাকার জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবেলার জন্য বিভিন্ন পদক্ষেপও নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রও পড়ুন:

বিয়ের আগেই পাত্রের মাকে নিয়ে পালিয়ে গেল পাত্রীর বাবা!

বয়সকে পাত্তা না দিয়ে খেলেই যাবেন রোনালদো!

বিশ্বকাপের আগে কোহলিকে স্বস্তি দিলেন অশ্বিন

ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলেন শেবাগ-যুবরাজ-হরভজন!!


সন্ধ্যা থেকে উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে তারা। এছাড়া কলকাতাসহ আশপাশের এলাকাগুলোতেও হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

news24bd.tv/ নকিব