বগুড়ায় টানা ৪ দিন করোনায় মৃত্যু শূন্য

বগুড়ায় টানা ৪ দিন করোনায় মৃত্যু শূন্য

Other

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা চার দিন জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো তথ্য নেই স্বাস্থ্য দপ্তরের কাছে।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার আরও কমেছে। ২৩৮ নমুনায় করোনায় শনাক্ত হয়েছেন ৩ জন।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ২৬ শতাংশ। যা গতকাল ছিল ১ দশমিক ৫৬ শতাংশ।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) থেকে আসা ২৩৮টি নমুনার মধ্যে ৩ জন করোনায় শনাক্ত হয়েছেন। নতুন ৩ জনের সবাই সদরের বাসিন্দা।

এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৫৩১ জনে।

আরও পড়ুন


নাটোরের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের হাতে আটক যুবককে বিজিবির কাছে হস্তান্তর

দুর্গাপূজায় সকল ধর্মের মানুষের মিলনমেলা ঘটে: নৌ প্রতিমন্ত্রী

বরিশালে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ


বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু ৬৮৫ জনে অপরিবর্তিত রয়েছে। করোনায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৩৫ জন।

news24bd.tv এসএম