থাই রাজকুমারী ঢাকায়

থাই রাজকুমারী ঢাকায়

থাই রাজকুমারী ঢাকায়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

থাইল্যান্ডের রাজকুমারী মাহা চাক্রি শিরিনধর্ণ সোমবার দুপুরে ঢাকায় এসেছেন। তিনি ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তাকে বহনকারী থাই এয়ারওয়েজের ফ্লাইটটি দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মাহা চাক্রি ও তার প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে থাই রাজপরিবারের উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শনের পাশাপাশি দু’দেশের সম্পর্কোন্নয়নে আলোচনা করবেন।

সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এছাড়া তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেবেন। এছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর কৃষি উন্নয়ন করপোরেশনও পরিদর্শন করবেন তিনি।

এর আগে ২০১০ ও ২০১১ সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুলায়েজের দ্বিতীয় কন্যা রাজকুমারী মাহা চাক্রি শিরিনধর্ণ।

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর