রোমের কাউন্সিল নির্বাচনে মুসোলিনির নাতির বিজয়

রোমের কাউন্সিল নির্বাচনে মুসোলিনির নাতির বিজয়

অনলাইন ডেস্ক

ইতালির রোমের সিটি কাউন্সিল নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন র‍্যাচেল মুসোলিনি। তিনি ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনির নাতি। বুধবার এই ফলাফল ঘোষণা করা হয়। খবর সিএনএন-এর।

ফ্রাতেল্লি ডি'ইতালিয়া পার্টির হয়ে তিনি ৮ হাজার ২৬৪ ভোট লাভ করেন। দলটি রক্ষণশীল এমএসআই পার্টি  বা ইতালিয়ান সোশ্যাল মুভমেন্ট পার্টি থেকে তৈরি হয়েছে।

বুধবার লা রিপাবলিকা নামে এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে র‍্যাচেল বলেন, তিনি বিশ্বাস করেন ভোটাররা তার নামের পরের অংশের চেয়ে তার কাজ ও উদ্দেশ্যের দিকে বেশি নজর দিয়েছে।

তিনি আরও যোগ করেন, স্কুলে থাকতে সবাই আমার দিকে আঙুল তুলতো।

কিন্তু আমি নিজের কাজ দিয়ে আমার 'সারনেম' কে পেছনে ফেলতে সক্ষম হই। তবে এই নাম বয়ে বেড়ানো সত্যিই অস্বস্তিকর।

আরও পড়ুন:

বিশ্বের ৯০ দেশে নেটফ্লিক্স র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে 'স্কুইড গেম'

বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন শেষ, অপেক্ষা পরিবহন চলাচলের

দ. চীন সাগরে 'অজ্ঞাত বস্তুর' সঙ্গে মার্কিন সাবমেরিনের সংঘর্ষ

সদ্যোজাত সন্তানকে হাসপাতালে ফেলে প্রেমিকের সাথে মা উধাও


এর আগে তার সৎবোন আলেক্সান্ড্রা মুসোলিনিও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনিও ইউরোপিয়ান পার্লামেন্টের একজন সদস্য ছিলেন।

news24bd.tv/ নকিব