৬৮ বছর পর রাষ্ট্রীয় বিমান এয়ার ইন্ডিয়া আবারও কিনলো টাটা সন্স

৬৮ বছর পর রাষ্ট্রীয় বিমান এয়ার ইন্ডিয়া আবারও কিনলো টাটা সন্স

অনলাইন ডেস্ক

৬৮ বছর পর ভারতের রাষ্ট্রীয় বিমান এয়ার ইন্ডিয়া আবারও কিনে নিলো টাটা সন্স।

গতকাল শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নিলামে টাটা সন্সের ২শো ৪০ কোটি ডলারের দরপত্রটি অনুমোদন পেয়েছে। এরফলে এয়ার ইন্ডিয়ার মালিকানা পাচ্ছে টাটা।  

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১০০ শতাংশ মালিকানা পাবে রতন টাটার সংস্থা।

আর এয়ারপোর্ট সার্ভিসেসের ৫০ শতাংশ অংশীদারিও টাটার হাতে যাচ্ছে।

এদিকে, রতন টাটা নিজেও এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ পাওয়ার বিষয়টি এক টুইট বার্তায় জানিয়েছেন।

আরও পড়ুন:


ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার সামগ্রিক ঋণের পরিমাণ ৮শ ২০ কোটি ডলার। ঋণগ্রস্ত এয়ার ইন্ডিয়ার ১২৭টি বিমান রয়েছে।

এর মধ্যে ৪২টি আন্তর্জাতিক রুটে চলাচল করে। এর আগে ১৯৩২ সালে টাটা শিল্প গোষ্ঠীর মাধ্যমেই শুরু হয় ভারতের প্রথম বিমান সংস্থা। দেশের প্রথম পাইলট জে আর ডি টাটা প্রতিষ্ঠিত সেই টাটা এয়ারলাইন্সের নাম বদলে ১৯৪৬ সালে হয় এয়ার ইন্ডিয়া। স্বাধীনতার পর এটি সরকারে হাতে চলে যায়।  

সূত্র: রয়টার্স  

news24bd.tv রিমু