বউকে রেখেই পালিয়ে গেল বর

বউকে রেখেই পালিয়ে গেল বর

অনলাইন ডেস্ক

ধুমধাম আয়োজনে হচ্ছিল বাল্যবিয়ে। এর মধ্যেই হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানম। এর পর বিয়ে বন্ধ করে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসার খবরে আগেই কনেকে রেখে পালিয়ে যান বরসহ স্বজনরা।

ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়। শুক্রবার দুপুরে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ইউএনও লুৎফুন্নেসা খানম।

এসময় ইউএনও জানান, ভুয়া জন্ম নিবন্ধন বানিয়ে ফুপাতো ভাইয়ের সঙ্গে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের মোস্তফা খলিফার নবম শ্রেণি পড়ুয়া মেয়ের (১৪) বিয়ে ঠিক হয়। এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে বরসহ তার স্বজনরা পালিয়ে যান। পরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরও বলেন, বাল্যবিয়ে বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

news24bd.tv এসএম

আরও পড়ুন


বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে প্রেমিক

ফোনে পরিচয়, ১৫ বছর বয়সী কিশোরীকে ডেকে নিয়ে দুজন মিলে ধর্ষণ

রোহিঙ্গা ক্যাম্পগুলো খুন, চাঁদাবাজি ও ধর্ষণসহ নানা অপরাধের অভয়ারণ্য

সূরা বাকারা: আয়াত ১১৮-১২৩, সত্যকে অবশ্যই গ্রহণ করতে হবে