লিবিয়ায় ৫ হাজারের বেশি অভিবাসী আটক

লিবিয়ায় ৫ হাজারের বেশি অভিবাসী আটক

অনলাইন ডেস্ক

লিবিয়ায় অভিযান চালিয়ে ৫ হাজারের বেশি অভিবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, মানব পাচারকারীদের বন্দিশালায় বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী আটকে থাকার খবরে অভিযান পরিচালনা করা হয়।


আরও পড়ুন:

কঙ্গো নদীতে নৌকাডুবি : ১০০ এর বেশি নিহত

মা নোংরা পথে চলে গেছে, তাই খুন করে পুঁতে দিয়েছি!

সকাল ৬টায় উঠছেন শাহরুখপুত্র, খাচ্ছেন ডাল-ভাত-রুটি

টিভির পর্দায় লাল রঙের পানীয় পান করতে পারবে না নারীরা


এই অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর হাতে ছয় অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয় বলে জানা গেছে। আটককৃতদের মধ্যে অনেকেই বিভিন্ন সময় ইউরোপিয়ান ইউনিয়ন সমর্থিত সরকারের কোস্টগার্ডের হাতে আটক হয়।

পরে তাদের অভিবাসী বন্দিশিবিরে নেওয়া হয়। সেখানে তাদের অমানবিক পরিবেশে রাখা হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ তোলে। যারা আটক হয়েছেন তাদের অনেকেই আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে লিবীয় সরকার।

news24bd.tv/এমি-জান্নাত