মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর

মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন পর করোনার প্রকোপ কাটিয়ে মালয়েশিয়ায় আন্তঃরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। রবিবার (১০ অক্টোবর) তিনি এ ঘোষণা দেন।

ইয়াকুব বলেন, প্রায় ৯০ শতাংশ মানুষ ইতোমধ্যে করোনার টিকা গ্রহণ করায় এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। তবে শুধু যারা দুটি টিকা নেয়া সম্পন্ন করেছেন, তারাই এ সুযোগ পাবেন।

এসময়ে ট্রাভেল পাস ছাড়াই দুই ডোজ টিকা নেওয়া মালয়েশিয়ান নাগরিকেরা বিদেশে যেতে পারবেন। তবে ফেরার সময় বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন করতে হবে। এছাড়া মালয়েশিয়া পৌঁছানোর আগে ও পরে আগের মতোই করোনা পরীক্ষা বাধ্যতামূলক রাখা হয়েছে।  

আরও পড়ুন:

পরকীয়ার জেরে শ্যালিকার বিয়ে ভাঙলেন দুলাভাই, আপত্তিকর ছবি!

মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন ইলিয়াছ

নির্বাচন কমিশন নিয়ে রাজনীতিতে আবারও উত্তাপ, যা বলছে বিএনপি-আ.লীগ

পল্লবী থেকে উধাও হওয়া সেই ৩ বান্ধবীকে দেওয়া হল পরিবারের জিম্মায়


সবকিছু খুলে দিলেও একে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তবে জ্বর-সর্দি-শ্বাসকষ্ট থাকলে ভ্রমণ না করার পরামর্শও দিয়েছেন তিনি।

news24bd.tv/ নকিব