অপরাধ প্রবণতা রোধে সুনামগঞ্জে সিসি ক্যামেরার উদ্বোধন

অপরাধ প্রবণতা রোধে সুনামগঞ্জে সিসি ক্যামেরার উদ্বোধন

Other

অপরাধ প্রবণতা রোধে সুনামগঞ্জ পৌর শহরকে সিসি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা উদ্বোধন পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ সোমবার সকালে জেলা পুলিশের আয়োজনে সুনামগঞ্জ সদর থানা প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন,পুলিশ সুপার মো.মিজানুর রহমান বিপিএম।  

এ সময় পুলিশ সুপার মো.মিজানুর রহমান বিপিএম বলেন, পৌর শহরে ১৬৪টি ক্যামেরা বসানো হয়েছে।

ফলে মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিংসহ নানা ধরণের অপরাধ প্রবণতা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি।

আরও পড়ুন:


এসএসসি পরীক্ষার্থী লাভলী মেয়ে থেকে ছেলেতে রূপান্তর

প্রেমিকের বাবাকে বিয়ে করলেন তরুণী!

প্রেমের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক, অন্তঃসত্ত্বা তরুণীর অনশন

প্রেমের সম্পর্ক গড়ে ১৩ বছর বয়সী কিশোরীকে দুদিন ধরে ধর্ষণ


এছাড়া বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পারভেজ আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.জয়নাল আবেদীন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো.শহিদুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় শেষে সিসি ক্যামেরার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, পুলিশ সুপার মো.মিজানুর রহমান বিপিএম।

news24bd.tv/ কামরুল