লালপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

লালপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

Other

নাটোরের লালপুরে মুক্তিযোদ্ধার জমি দখল করে বাড়ি তৈরি করার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলার কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার বিরুদ্ধে এই অভিযোগ করেন ওই ইউনিয়নের চানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মন্ডল।

এ ব্যাপারে নাটোর আদালতে মুক্তিযোদ্ধা বাদি হয়ে চেয়ারম্যান সেলিম রেজার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলাটি আদালতে চলমান রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মন্ডল বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ করেছি। একজন মুক্তিযোদ্ধার দলিলকৃত জমি প্রভাব খাটিয়ে দখল করে চেয়ারম্যান সেলিম রেজা তাঁর বাড়ী তৈরি করেছে।

এই জমির বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিষয়টি আইনের মাধ্যমে সূরাহ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বারাষ্ট্র ও আইনমন্ত্রীসহ ভূমি মন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আরও পড়ুন


নির্বাচন কমিশনে থাকাকালে রাজনৈতিক কথা বলা লজ্জাজনক: হানিফ

পাহাড়ে কোমর তাঁতে তৈরি হবে না কঠিন চীবর, উৎসবেও সীমাবদ্ধতা

শাহরুখপুত্র গ্রেপ্তারে বলিউড নিয়ে যা বললেন শত্রুঘ্ন সিন্‌হা

মা-বাবার সেবাযত্নসহ ৬টি শর্তে ৭০ শিশুকে মুক্তি দিয়েছেন আদালত


এবিষয়ে স্থানীয় সচেতন মহল বলেন, উভয় পক্ষই তাঁরা চাচাতো ভাই। বিষয়টি উভয় পক্ষের মধ্যে সমাধান করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, বিষয়টি ষড়যন্ত্রকমূলক ও ভিত্তিহীন। জমির মালিক আমি নিজেই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

news24bd.tv এসএম