নরওয়েতে তীর-ধনুক নিয়ে সুপারমার্কেটে হামলা, নিহত ৫

নরওয়েতে তীর-ধনুক নিয়ে সুপারমার্কেটে হামলা, নিহত ৫

অনলাইন ডেস্ক

নরওয়েতে তীর-ধনুক হামলায় ৫ জনের মৃত্যু ও ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করে ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে দেশটির পুলিশ। খবর বিবিসির।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী অসলো থেকে ৮৫ কিলোমিটার দূরে কংসবার্গ শহরের একটি সুপার মার্কেটের ভেতরে তীর মেরে ৫ জনকে হত্যা করেছে এক ডেনিশ নাগরিক।

এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। পরে তাকে দ্রামমেন শহরে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় কাউন্টির পুলিশ ওয়েভিন্দ আস জানান, এটি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, আবার সন্ত্রাসী হামলাও হতে পারে।

কোন সম্ভাবনাকেই আমরা উড়িয়ে দিচ্ছি না।

তবে এ ঘটনায় কোন কর্মচারী গুরুতর আহত হননি বলে নিশ্চিত করেছেন সুপারমার্কেটের এক মুখপাত্র।

আরও পড়ুন:

লুটপাটের টার্গেট ছিল ৩৩২ কোটি টাকা

দেশে প্রথমবারের মতো শিশুদের পরীক্ষামূলক টিকাদান শুরু আজ

মার্কিন দূতাবাসে রহস্যজনক হাভানা সিনড্রোমের হানা

৪৩ যাত্রী নিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গেল বাস


এই হত্যাকাণ্ডের ঘটনাকে নির্মম ও জঘন্য আখ্যা দিয়ে এক সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা সবাইকে ব্যথিত করেছে বলেও জানান তিনি।

news24bd.tv/ নকিব