আজ থেকে বন্ধ হচ্ছে না ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

আজ থেকে বন্ধ হচ্ছে না ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

অনলাইন ডেস্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ রাখা সংক্রান্ত পোস্টটি গুজব ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পোস্টে বলা হয়েছে, ১৮ অক্টোবর থেকে আইএসপি থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ থাকবে। তবে বন্ধ হচ্ছে না ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

পরে আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম শনিবার (১৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ১৮ অক্টোবর থেকে ইন্টারনেট বন্ধ থাকবে না।

আরও পড়ুন


টি-টোয়েন্টিতে রেকর্ড, মালিঙ্গার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন সাকিব

চিকিৎসকের আত্মহত্যা, লাশের পাশে পড়ে থাকা চিঠিতে যা লেখা ছিল

আরেক দফায় বেড়েছে ভোজ্য তেলের দাম, সয়াবিন লিটার প্রতি ১৬০ টাকা

বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ


এতে বলা হয়েছে, ‘২০২০ সালে ইন্টারনেট এবং ডিশ সংযোগ বন্ধ করার একটি কর্মসূচি দিয়েছিল আইএসপিএবি। কিন্তু পরে সেই কর্মসূচি প্রত্যাহার করা হয়। সেটিই এখন আবার নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ’ 

এ সংক্রান্ত পোস্টে বিভ্রান্ত হওয়া এবং ভিত্তিহীন এসব পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

news24bd.tv রিমু