বাবুগঞ্জের রাকুদিয়া এলাকা রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সুগন্ধা নদীর ভাঙ্গনের কবল থেকে

বাবুগঞ্জের রাকুদিয়া এলাকা রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Other

বরিশালের বাবুগঞ্জের রাকুদিয়া এলাকায় সুগন্ধা নদীর ভাঙ্গন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় রাকুদিয়া এলাকায় নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তযোদ্ধা রত্তন আলী শরীফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সরদার, সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন ফরাজী, মো. বাবুল ঢালী, মো. মেসলেম সিকদার, রহিম সিকদার এবং আলমগীর হোসেন সহ অন্যান্যরা।  

আরও পড়ুন:


সারারাত যৌনকর্মে সময় না দেয়ায় হত্যা!

অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

লালমনিরহাটে বন্যায় বিধ্বস্ত হয়ে দুই উপজেলা বিদ্যুৎ বিহীন

পূজামণ্ডপে কোরআন রাখা কে এই ইকবাল?


বক্তারা বলেন, সুগন্ধা নদীর ভাংগনে রাকুদিয়া ইউনিয়নের ২টি গ্রাম ইতিমধ্যে বিলীন হয়ে গেছে।

সাম্প্রতিক সময়ে নদী ভাঙ্গন তীব্র হওয়ায় আতঙ্কে রয়েছেন নদী তীরের বাসিন্দারা। নদী ভাঙ্গনের হুমকিতে রয়েছে ফসলি জমি, বসত বাড়ি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা।  

প্রতিনিয়ত নদী গর্ভে বিলীন হচ্ছে রাকুদিয়া এলাকা। তারা ভাঙ্গন রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী সহ সংশ্লিস্ট সকলের প্রতি আহ্বান জানান এলাকাবাসি।

  

news24bd.tv/ কামরুল