এক বছরের শিশু, মাসে আয় ৮৬ হাজার টাকা !

এক বছরের শিশু, মাসে আয় ৮৬ হাজার টাকা !

অনলাইন ডেস্ক

বেশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস, ইলন মাস্ক, বার্নাড আর্নল্ট, বিল গেটস এর নাম সবার জানা আছে। তাদের সবার বয়সই ৫০ এর উপরে। কিন্তু মাত্র এক বছর বয়সে মাসে এক হাজার ডলার (বাংলাদেশি টাকায় যা প্রায় ৮৬ হাজার টাকা) উপার্জন করে এমন খবর খুব একটা শোনা যায় না। কিন্তু তেমন এক শিশুর দেখা মিলেছে।

ইনস্টাগ্রামে ‘বেবি ব্রিগস’ অ্যাকাউন্টে দেখতে পাওয়া সদাহাস্য শিশুটিই এখন পৃথিবীর কনিষ্ঠতম ‘পর্যটন উৎসাহী’।  

ডেইলি মেইলের প্রতিবেদনে জানা গেছে, ইতোমধ্যে ৪৫ বার বিমানে চড়ে ফেলেছে সে। ঘুরে ফেলেছে আমেরিকার ১৬টি প্রদেশ।

এর মধ্যে রয়েছে আলাস্কা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, উটা-র মতো প্রদেশ।

ওই শিশুর মা জানিয়েছেন, গত বছর ১৪ অক্টোবর জন্ম নেয় সে। মাত্র তিন সপ্তাহ বয়সে প্রথম বার ঘুরতে যায় ওই শিশু।

আরও পড়ুন:


পূজামণ্ডপে কোরআন রাখা ওই ব্যক্তি ‌‘ভবঘুরে’

পূজামণ্ডপে কোরআন রাখা হয় রাত আড়াইটা থেকে ৬টার মধ্যে

নিজের শিশুকন্যাকে ব্লেডের ভয় দেখিয়ে ধর্ষণ করল বাবা


ইতোমধ্যে ইনস্টাগ্রামে তার ৩০ হাজার ফলোয়ার রয়েছে। শিশুটির মা একটি ব্লগ চালান, ‘পার্ট টাইম টুরিস্ট’ নামে। ২০২০ সালে তিনি মা হন। তার পর ভেবেছিলেন, আর হয়তো ব্লগ চালানো সম্ভব হবে না। কিন্ত ছেলে সামান্য বড় হতেই তিনি ফের শুরু করেন ব্লগের কাজ।  

শিশুটির মা বলেন, ‘আমি একটা সময়ের পর বাচ্চাদের ঘুরে বেড়ানোর বিষয়ে ইনস্টাগ্রামে একাধিক ব্লগ খুঁজতে থাকি। একটিও পাইনি। তার পরেই মজা করে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করি। সন্তানের সঙ্গে বেড়ানোর মজা ভাগ করে নিতে শুরু করি সাধারণ মানুষের সঙ্গে। ’ ইতোমধ্যে একটি প্রযোজনা সংস্থাও বিভিন্ন ভাবে সাহায্য করছে ওই শিশুর মাকে।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর