মুম্বাইয়ের বিলাসবহুল ভবনে আগুন, ২০তলা থেকে পড়ে একজনের মৃত্যু

মুম্বাইয়ের বিলাসবহুল ভবনে আগুন, ২০তলা থেকে পড়ে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ভারতের মুম্বাইয়ের ৬০তলা একটি বিলাসবহুল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডের আতঙ্কে ২০ তলার বারান্দা থেকে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ মুম্বাইয়ের ওয়ান আভিগনা এলাকার ভবনটিতে ২০ তলা পুরোটা ধোঁয়ায় আচ্ছন্ন থেকে আগুণের কালো ধোঁয়া বের হতে দেখা যায়। অনেক দূর থেকেও এই দৃশ্য দেখা যায়। আগুণ নেভাতে ফায়ার সার্ভিসের দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে।  

আরও পড়ুন:

পূজামণ্ডপে কোরআন রাখা কে এই ইকবাল?

আগামী মাসেই ফেসবুকের প্রতিদ্বন্দ্বী নিয়ে আসছেন ট্রাম্প

পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে গদা নিয়ে যায় ইকবাল

মানবদেহে প্রতিস্থাপিত হল শূকরের কিডনী


আবাসিক ওই ভবনটিতে অনেক পরিবার বাস করে যাদের অনেকেই ভেতরে আটকে পড়েছেন।

ফলে অনেক বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।  

মুম্বাইয়ের মেয়র কিশোরী পেদনেকার এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

news24bd.tv/ নকিব