৫০ টাকার নিচে মিলছে না কোন সবজি, নিত্যপণ্যের লাগামছাড়া দামে নাকাল নিম্ন আয়ের মানুষ

Other

নিত্যপণ্যের লাগামছাড়া দামে নাকাল ও অসহায় নিম্ন আয়ের মানুষ। প্রতিদিনই দাম বাড়ার তালিকায় যোগ হচ্ছে  নানা ভোগ্যপণ্য। বাজারে কোন সবজি মিলছে না ৫০ টাকার নিচে। আয়ের সাথে ব্যায়ের ভারসম্য রাখতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

 

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। সাধারণত এদিনেই বাজারে ভিড় বেশি থাকে। কেউ একদিন আবা্র কেউ পুরো সপ্তাহের বাজার করে এদিনে।

রাজধানীর কাওরানবাজার ঘুরে দেখা গেছে, সবজির বাজারে দাম নাগালের বাইরে।

কোন সবজিই মিলছে না ৫০ টাকার নিচে। ক্রেতারা আক্ষেপ করে বলছেন, আয়ের সাথে ব্যয়ের কোন মিল থাকছেনা।

আরও পড়ুন:


ধর্ষণের শিকার স্কুলছাত্রী এখন মানসিক রোগী!

আগামী মাসেই ফেসবুকের প্রতিদ্বন্দ্বী নিয়ে আসছেন ট্রাম্প

পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে গদা নিয়ে যায় ইকবাল

মানবদেহে প্রতিস্থাপিত হল শূকরের কিডনী


তবে বিক্রেতা বলছেন, আমদানি কম থাকায় দাম বৃদ্ধি পাচ্ছে।

সবজির বাইরের মাছ মাংসের বাজারে একই অবস্থা। সেখানেই সব কিছুর দাম নাগালের বাইরে  কেবল ভোগ্যপণ্য নয়, গেল ১ বছরে দাম বেড়েছে সাবান ও টুথপেস্টের মতো নিত্য ব্যবহার্য পণ্যেরও।

news24bd.tv/ কামরুল