মুশফিক ঝড়ে লঙ্কানদের চ্যালেঞ্জিং টার্গেট দিলো টাইগাররা

মুশফিক ঝড়ে লঙ্কানদের চ্যালেঞ্জিং টার্গেট দিলো টাইগাররা

অনলাইন ডেস্ক

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান করেছে রিয়াদবাহিনী। দলের সর্বোচ্চ ৬২ রান করেন নাঈম শেখ।  ৫২ বলে এ রান করেন নাঈম।

তার এই ইনিংসে ছয়টি চারের মার রয়েছে।

অন্যদিকে মাত্র ৩৭ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন মুশফিকুর রহিম। তার এই ইনিংসে ৫টি চার ও দুইটি ছক্কার মার রয়েছে।  

সংযুক্ত আরব আমিরাতের শারাজায় ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল চারটায়।

। আজকের ম্যাচে লাল-সবুজের দলে একটি পরিবর্তন এসেছে। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। প্রথমবার বিশ্বকাপ খেলতে নামছেন তিনি।  

আরও পড়ুন: ডেঙ্গুতে প্রাণ গেলো একজনের, হাসপাতালে ১৭৯ জন

বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান।

news24bd.tv নাজিম