চট্টগ্রামের ৫ ফ্লাইওভার নিয়েই মানুষের মনে প্রশ্ন

Other

চট্টগ্রামে বহদ্দারহাট ফ্লাইওভারে ফাটল দেখা দেয়ার পর এবার চলমান আরো চার ফ্লাইওভার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। অন্যকোন ফ্লাইওভারেও নির্মাণ ত্রুটি রয়েছে কিনা চুয়েটের বিশেষজ্ঞদের দিয়ে খতিয়ে দেখার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সিটি মেয়রও বলছেন, বাস্তবায়ন সংস্থাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে।  

লক্ষ্য ছিল যানজট নিরসন।

তারই বাস্তবায়ন, চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ফ্লাইওভার দিয়ে ২০১৩ সাল থেকে যানচলাচল। তবে এখন যেন মরণফাঁদ এ ফ্লাইওভার।

সম্প্রতি কালুরঘাটমুখি ফোরলেইনের র‌্যামের পিলারে দেখা দিয়েছে ফাটল। ঝুঁকি এড়াতে যানচলাচল বন্ধ।

আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। একই সাথে মুরাদপুর লালখানবাজার আক্তারুজ্জামান, কদমতলী, দেয়ানহাট ও বন্দর ফ্লাইওভারেও রয়েছে শঙ্কা, বলছেন নগরবাসী।

তবে অনবিজ্ঞদের দিয়ে বহদ্দারহাটের র‌্যাম নির্মাণ এবং কদমতলী ফ্লাইওভার নির্মাণ করায় যেকোন সময় বড় দুর্ঘটনা হতে পারে, বললেন নগর বিশ্লেষকরা। এজন্য দ্রুত চট্টগ্রামের পাঁচ ফ্লাইওভার চুয়েটের বিশেষজ্ঞদের দিয়ে পর্যবেক্ষণ করার পরামর্শ এ নগর বিশ্লেষকের।

মুরাদপুরের আখতারুজ্জামান ও বহদ্দারহাটের এম এ হান্নান ফ্লাইওভারের বিভিন্ন অংশে এক্সপানশান জয়েন্টের নাট-বল্টু খুলে গেছে। ফলে যান চলাচলের সময় অতিরিক্ত ঝাঁকুনি দেয়। সিডিএ বলছে, নির্মাণ কাজে কোন ত্রুটি নেই।

এসব ফ্লাইওভার সিডিএ বাস্তবায়ন করে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করলেও সিটি মেয়র বলছেন, নির্মাণ ত্রুটির দায় এড়াতে পারবে না সিডিএ।  

আরও পড়ুন:

চাপের মুখে বাংলাদেশ

ইংল্যান্ড ম্যাচের আগে টাইগার শিবিরে বড় দুটি দুঃসংবাদ

শাহরুখের সাথে জুটি থেকে সরে দাঁড়ালেন নায়িকা


news24bd.tv/আলী