ইথিওপিয়ায় সরকারি বাহিনীর হামলায় শিশুসহ ১০ জন নিহত

ইথিওপিয়ায় সরকারি বাহিনীর হামলায় শিশুসহ ১০ জন নিহত

অনলাইন ডেস্ক

ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে বিমান হামলায় শিশুসহ ১০ জন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। ইথিওপিয়ার সেনাবাহিনীই এই হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তাইগ্রের মেকেলে এলাকার একটি কারখানায় এই হামলা চালানো হয়।

সরকারের এক মুখপাত্র সেলামাউইত কাসসা দাবি করেন, আমাদের বিমান বাহিনী টিপিএলএফ ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর পরিচালিত কারখানা ধ্বংস করে দিয়েছে। ওই কারখানা থেকে সামরিক যন্ত্রাংশ তৈরি করতো তারা।

তবে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি আবাসিক এলাকায় হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইথিওপিয়ার সরকারি বাহিনী ও টিপিএলএফের মধ্যে সংঘাত চলছে তাইগ্রেতে।

২০২০ সালের জুনের শেষে তাইগ্রে অঞ্চলের বড় একটি অংশ দখলে নেয় টিপিএলএফ। সেখান থেকে ইথিওপিয়ার সেনাদের প্রত্যাহারও করা হয়। সম্প্রতি আবারও ওই অঞ্চলে সরকারি বাহিনীর অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুন:

যাদের নিয়ে টাইগারদের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ


news24bd.tv/ নকিব