মার্কিন দূতাবাস স্থানান্তর ইস্যুতে ১৮৭ ফিলিস্তিনি নিহত

বায়তুল মুকাদ্দাস শহর।

মার্কিন দূতাবাস স্থানান্তর ইস্যুতে ১৮৭ ফিলিস্তিনি নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের পর এ পর্যন্ত ১৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত কয়েক হাজার।

‘দি কুদস রিসার্চ সেন্টার’ জানিয়েছে, শহীদ ফিলিস্তিনিদের মধ্যে ৩১টি শিশু, পাঁচজন অসুস্থ মানুষ এবং ১৬ জন প্রতিরোধ আন্দোলনের সদস্য।  

গত ৩০ মার্চ থেকে গ্রেট মার্চ অব রিটার্ন শুরুর পর থেকে এ পর্যন্ত দুইজন সাংবাদিক ও একজন নার্সসহ গাজা উপত্যকায় ১২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বয়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। ৮ মে বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তর করেন। ৮ মে মার্কিন দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে ফিলিস্তিনিরা বিক্ষোভ-প্রতিবাদ করলে তাদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ৬০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়। ওই দিন আহত হন প্রায় তিন হাজার ফিলিস্তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর