জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে যে ব্যাখ্যা দিল মন্ত্রণালয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে যে ব্যাখ্যা দিল মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক

হঠাৎ করেই জ্বালানি তেলের দাম লিটার প্রতি বাড়ানো হয়েছে ১৫ টাকা করে। এতে করে ভোক্তাপর্যায়ে ৬৫ টাকার ডিজেল ও কেরোসিন এক লাফে ৮০ টাকা নির্ধারণ করে সরকার।

গত বুধবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাম নির্ধারণ করা হয়। জ্বালানি তেলের এমন দাম বৃদ্ধির ফলে নাভিশ্বাস সাধারণ মানুষের।

এদিকে সরকারের এমন সিদ্ধান্তের কারণে শুক্রবার (৫ নভেম্বর) থেকে সারা দেশে চলছে অঘোষিত ধর্মঘট। যা আজ শনিবারও অব্যাহত আছে। দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। তবে সরকারের কর্তাব্যক্তির পক্ষ থেকে এখনও কোন সিদ্ধান্ত জানানো হয়নি।

তবে শুক্রবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ব্যাখ্যা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। ব্যাখ্যায় তারা বলেছে, চলতি অর্থবছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পেতে থাকায় সর্বাধিক ব্যবহৃত ডিজেলের ক্ষেত্রে বিপিসি লোকসানের সম্মুখীন হয়।

মন্ত্রণালয় আরও বলে, চলতি বছরের জুনে ডিজেলে লিটারপ্রতি ২ টাকা ৯৭ পয়সা, জুলাইয়ে ৩ টাকা ৭০ পয়সা, অগাস্টে ১ টাকা ৫৮ পয়সা, সেপ্টেম্বরে ৫ টাকা ৬২ পয়সা এবং অক্টোবরে ১৩ টাকা ০১ পয়সা লোকসান দিয়েছে বিপিসি।

এ হিসাবে গত সাড়ে পাঁচ মাসে ডিজেলের ক্ষেত্রে বিপিসির মোট লোকসানের পরিমাণ প্রায় ১১৪৭ কোটি ৬০ লাখ টাকা; যা সরকারি ভর্তুকি দিয়ে সমন্বয় করতে হবে বলে এতে উল্লেখ করা হয়।

ব্যাখ্যায় বলা হয়, সার্বিক প্রেক্ষাপটে বৃহত্তর জাতীয় স্বার্থে সরকার ৪ নভেম্বর থেকে দেশে ডিজেল ও কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করেছে, যদিও আশপাশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের মূল্য এখনো কম।

সর্বশেষ দাম বাড়ানো ও কমানোর তথ্যও তুলে ধরে মন্ত্রণালয় জানায়, সরকার ২০১৩ সালের জানুয়ারিতে দেশে ডিজেলের মূল্য লিটারপ্রতি ৬৮ টাকা নির্ধারণ করেছিল। পরে ২০১৬ সালের এপ্রিলে তা ৩ টাকা কমিয়ে ৬৫ টাকা নির্ধারণ করে।

মন্ত্রণালয়ের ব্যাখ্যায় আরও বলা হয়, বর্তমান ক্রয়মূল্য বিবেচনা করে বিপিসি ডিজেলে লিটার প্রতি ১৩.০১ এবং ফার্নেস অয়েলে লিটার প্রতি ৬.২১ টাকা কমে বিক্রয় করায় প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান দিচ্ছে। অক্টোবরে বিভিন্ন গ্রেডের পেট্টোলিয়াম পণ্যে মোট ৭২৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর কথা জানানো হয়।

আরও পড়ুন


লঞ্চের ভাড়া দ্বিগুণ না করলে নৌযান চলাচল বন্ধের হুঁশিয়ারি

news24bd.tv এসএম