মাত্রাতিরিক্ত মাদক গ্রহণে মৃত্যু : ছাড়িয়েছে আগের সব রেকর্ড (ভিডিও)

অনলাইন ডেস্ক

মাত্রাতিরিক্ত মাদক গ্রহণে মৃত্যু আগের সব রেকর্ড ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। গেল এক বছরেই মাত্রাতিরিক্ত মাদক গ্রহণে এক লাখের বেশি মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রক সংস্থা  সিডিসির প্রকাশিত তথ্যে বিষয়টি উঠে এসেছে।

সিডিসি বলছে, ২০২০ সালের এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মাদক সেবনে ১ লাখ ৩০৬ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

আগের বছর এই মৃত্যুর সংখ্যা ছিল ৭৮ হাজার ৫৬। অর্থাৎ বছর গড়াতেই মৃত্যু বেড়েছে ২৮ দশমিক ৫ শতাংশ। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪টি বাদে যুক্তরাষ্ট্রের বাকি সব অঙ্গরাজ্যে মাত্রাতিরিক্ত মাদক সেবনে মৃত্যু বেড়েছে।

আরও পড়ুন:

যুক্তরাজ্যে ১০ বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি

এক বছরে ভুটানে চারটি গ্রাম নির্মাণ করেছে চীন

সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের পর টেনিস তারকা নিখোঁজ

এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা 

বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারির সময়ে মানসিক অবস্থা সামাল দিতে অনেকেই মাত্রাতিরিক্ত মাদক সেবনের দিকে ঝুঁকেছেন।

 news24bd.tv/এমি-জান্নাত