হাতির করিডোর সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

অনলাইন ডেস্ক

হাতির করিডোর সংরক্ষণ এবং হাতি হত্যা বন্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

বিচারপতি এন এনায়েতুর রহিম ও বিচারপতি মো মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোট বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বন্যপ্রাণী আইন ২০১২ অনুসারে ১২টি এলিফ্যান্ট করিডোরকে সংরক্ষিত করিডোর হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের কেন নির্দেশ দেয়া হবেনা তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।  

পরিবেশ সচিব, তথ্য সচিব, আইন সচিব, বন অধিদপ্তরে মহাপরিচালক, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ২১ জনকে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

এর আগে ১২ নভেম্বর রিটটি দায়ের করেন প্রকৃতিপ্রেমী তিন ব্যাক্তি।

news24bd.tv/আলী