একই জমিতে ফল-সবজির বাগান, রবিউলের দৃষ্টান্ত স্থাপন

অনলাইন ডেস্ক

দিনাজপুরে একই জমিতে ফল ও সবজির বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন রবিউল ইসলাম নামের এক ব্যক্তি। মাল্টা ও কমলার বাগানে সাথী ফসল হিসেবে উৎপাদন করছেন বিভিন্ন জাতের কুল, ড্রাগন ফল, থাই পেয়ারা ও সবজি।

চলতি মৌসুমে এরই মধ্যে ফল ও সবজি বিক্রি করে প্রায় ৪ লাখ টাকা আয় করেছেন তিনি। দিনাজপুরে সদর উপজেলার জপেয়া পাঁচবাড়ী এলাকার রবিউল ইসলাম।

মাত্র এক বিঘা জমিতে ফল ও সবজির বাগান করে সফলতা পেয়েছেন তিনি।  

মাল্টা ও কমলার বাগানে সাথী ফসল হিসেবে উৎপাদন করছেন বিভিন্ন জাতের কুল, ড্রাগন ফল, থাই পেয়ারা। শুধু তাই নয় সবজিরও আবাদ করেছেন।

বরিউল জানান, চলতি মৌসুমে এরই মধ্যে ফল ও সবজি বিক্রি করে প্রায় ৪ লাখ টাকা আয় করেছেন।

এই বাগান করে তিনি শুধু নিজে স্বাবলম্বী হননি কর্মসংস্থানও করেছেন অনেকের। তার এই বাগান দেখতে প্রতিদিনই  দূর-দূরান্ত থেকে আসছেন অনেকে।


আরও পড়ুন:

ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, ৯০.১৩ শতাংশই ফেল

পুলিশের সব ছুটি বাতিল, দ্রুত কর্মস্থলে ফেরার নির্দেশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ


সংশ্লিষ্টরা জানান, শুধু রবিউল ইসলামকে নয়, এই ধরণের বাগান করতে যারা আগ্রহী হবেন তাদেরকেও সব ধরনের সহযোগিতা করা হবে। করোনাকালীন সময়ে যখন মানুষ কাজ হারাচ্ছে তখন এ খাতে বিনিয়োগ বাড়ছে, প্রচুর নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে কৃষিতে এমনটাই মনে করেন অনেকে।

news24bd.tv নাজিম