দাম কমাতে ৫ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা (ভিডিও)

অনলাইন ডেস্ক

দাম কমাতে তেলের মজুত ছাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। মঙ্গলবার মার্কিন প্রশাসন তাদের মজুত থেকে আগামী কয়েক মাসে ৫ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।

কোন কারণে জ্বালানি সংকট দেখা দিলে আপৎকালীন চাহিদা মেটাতে বিভিন্ন দেশ তেলের মজুত করে রাখে, যা ‘স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ’ বা এসপিআর নামে পরিচিত। এই এসপিআর থেকেই তেল কোম্পানিগুলোর কাছে অপরিশোধিত তেল বিক্রি ও ধার দেবে বাইডেন প্রশাসন।

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তন সম্মেলনে শীর্ষে জায়গা করে নিলো দেশের দুই তরুণ

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেমের ছাত্র নিহত

রয়টার্সের জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগামী কয়েক মাসে ৩ কোটি ২০ লাখ ব্যারেল তেল বিভিন্ন কোম্পানিকে ধার দেবে। একই সঙ্গে কংগ্রেসের অনুমোদন দেওয়া ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেল বিক্রি চলবে। তবে এই ধার নেওয়া তেল সুদসহ ফেরত দেয়ার শর্ত রয়েছে। শুধু যুক্তরাষ্ট্রই  নয়, একই কাজ করতে রাজি চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, বৃটেনসহ কয়েকটি দেশ।

 news24bd.tv/এমি-জান্নাত