কুষ্টিয়ায় সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মৃত্যু

প্রার্থীর মৃত্যু

কুষ্টিয়ায় সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মৃত্যু

Other

কুষ্টিয়ার দৌলতপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ফিরোজা খাতুন (৬০) ভোটের মাত্র ১২ ঘন্টা আগে আকষ্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন জানান, ফিরোজা খাতুন (৬০) আগে থেকেই হৃদরোগে ভূগছিলেন। অসুস্থ্য হয়ে পড়লে বিকাল ৪টার দিকে তিনি হাসপাতালে আসেন।  

চিকিৎসায় কিছুটা ভাল অনুভব করলে বাড়িতে চলে যান।

পরে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সে সময় চিকিৎসক জানান তিনি মারা গেছেন।  

আরও পড়ুন:


হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম আইসিইউতে

অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করে পেট চিরে বাচ্চা চুরি!


ফিরোজা খাতুন দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের তুফান আলীর স্ত্রী। তিনি এই ইউনিয়নের ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর পদপ্রার্থী ছিলেন।

 

এদিন ফিরোজা খাতুন তার বক মার্কা প্রতীকে ভোট চেয়ে দিনভর ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত হয়ে হৃদরোগে আক্রান্ত অসুস্থ হয়ে পড়েন। রোববার সকালে তার দাফন হওয়ার কথা রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবীদ হাসান বলেন, ফিরোজা খাতুনের মৃত্যুর কারণে সেখানে নির্বাচন স্থগিত হবে। স্বাভাবিক নিয়মেই কাল ভোট গ্রহণ হবে। এ ব্যাপারে জানতে নির্বাচন কর্মকর্তাদের ফোনে পাওয়া যায়নি।  

news24bd.tv/ কামরুল