চোখে মরিচের গুঁড়ো ঢুকিয়ে পেটানো স্কুলছাত্রের মৃত্যু

নিহত দেলোয়ার হোসেন সাগর।

চোখে মরিচের গুঁড়ো ঢুকিয়ে পেটানো স্কুলছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক

নির্বাচন চলাকালে ইউপি সদস্যদের সংঘর্ষের মধ্যে পড়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যে স্কুলছাত্র আহত হয়েছিল সে মৃত্যুবরণ করেছে।

গতকাল রোববার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানায় সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন।

তিনি বলেন, নিহত দেলোয়ার হোসেন সাগর (১৫) উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মাছুয়াকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের নানা দুলাল মৃধা জানান, রোববার মাছুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে ৩নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী বল প্রতিকের হীরা সর্দার ও আপেল প্রতিকের সেলিম মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় সংঘর্ষের মধ্যে পড়লে প্রথমে চোখের মধ্যে মরিচের গুঁড়ো ঠুকে পড়ায় সাগর মাটিতে পড়ে যায়। এসময় তাকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে সাগর মারা যায়।

সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হন এবং বাড়ি ভাঙচুর করা হয়।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, নিহতের লাশ নিয়ে আসায় আমরা ওই বাড়িতে এসেছি।

আরও পড়ুন:


ফের মেয়র নির্বাচিত প্রধানমন্ত্রীর ভাতিজা

হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী না ফেরার দেশে

পীরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত বেড়ে ৩


news24bd.tv/ তৌহিদ