বিশ্বের সবচেয়ে দামি বিষ পাওয়া যায় এর থেকে, দাম কত?

নীলচে কাঁকড়াবিছে

বিশ্বের সবচেয়ে দামি বিষ পাওয়া যায় এর থেকে, দাম কত?

অনলাইন ডেস্ক

নীলচে কাঁকড়াবিছে। দেখতে সুন্দর হলেও এই কাঁকড়াবিছে খুবই ভয়ানক। আর এই কাঁকড়াবিছের বিষকে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিষ বলা হয়।  

দাবি করা হয়, এই বিছের এক লিটার বিষের দাম ৭৫ কোটি টাকা।

যা থাইল্যান্ডের শঙ্খচূড়ের বিষের তুলনায় দ্বিগুণের বেশি।

জানা গেছে, এই বিছের বিষ থেকে ভিডাটক্স নামের একটি ওষুধ বানানো হয় যা কিউবায় ক্যানসারের চিকিৎসায় ব্যবহার হয়। এই বিষে পঞ্চাশেরও বেশি যৌগ পাওয়া যায়। যার মধ্যে খুব কম এখনও পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে।

এই বিষের গুণ প্রকাশ্যে আসতেই চাহিদা বেড়েছে হু হু করে। এই বিষ থেকে আরও কোনও দুরারোগ্য ব্যাধির ওষুধ বানানো যায় কি না তা নিয়েও গবেষণা চালিয়ে যাচ্ছে।  

আরও পড়ুন:

প্রবেশপত্র ছাড়া সেই ২৫৮ শিক্ষার্থীর বিশেষ ব্যবস্থায় পরীক্ষা


নীলচে এই কাঁকড়াবিছের গবেষণা করে ইজরায়েরেল তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেরল গুরেভিজ জানান, এই বিছের বিষে এমন কিছু যৌগ আছে যেগুলি প্রাণঘাতী রোগের চিকিৎসায় কাজে লাগতে পারে। শুধু তাই নয়, অঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসাতেও এই বিষ কাজে লাগে বলে দাবি, ফ্রেড হাচিনসন ক্যানসার রিসার্চ সেন্টারের।  

news24bd.tv রিমু