প্রভাব পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় জাওয়াদের, পটুয়াখালীতে বৃষ্টি

প্রভাব পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় জাওয়াদের, পটুয়াখালীতে বৃষ্টি

অনলাইন ডেস্ক

এরই মধ্যে দেশে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে পটুয়াখালীতে হালকা বৃষ্টি শুরু হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। এরপর বৃষ্টি শুরু হয়।

পটুয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মাসুদ রানা বলেন, সকাল থেকে পটুয়াখালীতে হালকা বৃষ্টি হয়েছে। সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় জাওয়ায়েদ ৮৯৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থা করছিল। এটি আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে বলে জানা গেছে।

বৃষ্টির কারণে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।

এদিকে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের অদূরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এরই মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শনিবার উত্তর অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। বর্তমানে এটি অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে।

পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুরী ছুঁয়ে জাওয়াদ পশ্চিমবঙ্গের দিকেই এগিয়ে আসতে পারে। ঠিক কোথায় আছড়ে পড়বে, তা এখনও নিশ্চিতভাবে জানায় নি ভারতের আবহাওয়া অফিস।

আরও পড়ুন


নীলফামারীতে ঘিরে রাখা জঙ্গি আস্তানা থেকে ৫ জন আটক

news24bd.tv এসএম