কেন বড়দিন?

ক্রিসমাস ডে

কেন বড়দিন?

Online Desk

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস। ২৫শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মের দিনে এই উৎসবটি পালিত হয়। ক্রিসমাস ডে কে বাংলায় বড়দিন হিসেবে চিহ্নিত করা হয়।

কেন বড়দিন? 

খ্রিস্টধর্ম অবলম্বনকারী ও নেতারা বলছেন, এইদিন বড়দিন কারণ খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট মুক্তির বাণী নিয়ে এদিনেই বেথলেহেম নগরীতে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন।

খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস যিশু খ্রিস্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি দিতে আর মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে। তার এই আগমনকে স্মরণ করে খ্রিস্টানরা শ্রদ্ধা ভালোবাসায় বিশ্বব্যাপী তাকে স্মরণ করেন এবং তাদের কাছে দিনটি বড়।

আরও পড়ুন:


চট্টগ্রামেও হাফ ভাড়া নেওয়ার ঘোষণা

লকডাউন দেয়ার বিষয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী


বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও বলেন, হ্যা, এটা ‘গ্রেট ডে’ অর্থে বড়দিন হিসেবে চিহ্নিত করা হয়। আমরা বিশ্বাস করি এইদিনে মানবসভ্যতার মুক্তিদাতা, ত্রাণকর্তা হিসেবে তিনি জন্ম নিয়েছিলেন।

সেই দিবসতো বড়দিনই।

news24bd.tv নাজিম