খুলনাতেও ডা: মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ফাইল ছবি

খুলনাতেও ডা: মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালতে সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাদী পক্ষের শুনানী শেষে সিআরপিসি- ২০৩ ধারা অনুযায়ী মামলাটি খারিজ করা হয়। মামলার বাদী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার সাধারণ সম্পাদক মোল্লা গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিম্ন আদালত মামলাটি খারিজ করে দিলেও আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হবো।

এর আগে রবিবার খুলনা থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে আদালত মামলার আবেদন গ্রহণ করে শুনানির দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদ ও সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি সাক্ষাতকার নেন। সাক্ষাতকারে প্রতিমন্ত্রী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ও নারী বিদ্বেষী বক্তব্য দেন।

যা ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক শ্রেণি গোষ্ঠির মধ্যে অসন্তোষ এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির বহি:প্রকাশ বলে মন্তব্য করেন আইনজীবীরা।

আরও পড়ুন


এক লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

news24bd.tv এসএম