জাল পাসপোর্ট ইস্যুর অভিযোগে মার্কিন কূটনীতিক গ্রেপ্তার

সংগৃহীত ছবি

জাল পাসপোর্ট ইস্যুর অভিযোগে মার্কিন কূটনীতিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

জাল পাসপোর্ট ইস্যুর অভিযোগে এবার এক মার্কিন কূটনীতিককে গ্রেপ্তার করেছে তুরস্ক। গতকাল বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে রয়টার্স।  

জানানো হয়, সিরিয়ার এক নাগরিককে জাল পাসপোর্ট দেওয়ার সন্দেহে যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিককে গ্রেপ্তার করে তুর্কি পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

ওই কূটনীতিক বৈরুতে মার্কিন কনস্যুলেটে কর্মরত।

আরও পড়ুন:

ইরানের বিরুদ্ধে অন্য ব্যবস্থা নেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

হংকংয়ের ইউনিভার্সিটি থেকে সরানো হল 'পিলার অব শেম'

তবে এ ঘটনায় আঙ্কারার মার্কিন দূতাবাস এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। কূটনীতিক গ্রেপ্তারের ঘটনাটি ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারের সম্পর্ককে আরও তিক্ত করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। জো বাইডেন মার্কিন মসনদে বসার পর ওয়াশিংটন-আঙ্কারার মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে।

news24bd.tv/এমি-জান্নাত