বিশ্ব জুড়ে বাতিল করা হচ্ছে ফ্লাইট

সংগৃহীত ছবি

বিশ্ব জুড়ে বাতিল করা হচ্ছে ফ্লাইট

ডেস্ক রিপোর্ট

ওমিক্রন সংক্রমণ বিশ্ব জুড়ে চরম উদ্বেগ তৈরি করেছে। যার ব্যাপক প্রভাব পড়েছে বিশ্বের এয়ারলান্স ব্যবসায়। কারণ করোনার নতুন এই ধরনের প্রকোপে বিশ্ব জুড়ে বাতিল হচ্ছে হাজার হাজার ফ্লাইট । এমনকি এয়ারলাইন্স সম্পর্কিত কোম্পানিগুলির শেয়ারের দাম কমেছে।

বিশেষজ্ঞরা বলছেন এ অবস্থা অব্যাহত থাকলে জানুয়ারি শেষে চ্যালেঞ্জের মুখে পড়বে বিশ্বের বিমান পরিবহন ব্যবসা।

সংক্রমণ কমে আসায় যখন পৃথিবী কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিলো তখনই ওমিক্রন এসে আবারও পৃথিবীকে দিচ্ছে অস্বস্তির হাওয়া।  আর বিরাট নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের বিমান যাত্রী পরিবহন সেবায়। কারণ এর মধ্যেই এক দেশের মানুষ অন্য দেশে প্রবেশে এসেছে নানা নিষেধাজ্ঞা।

মাত্র পাঁচ দিনে বিশ্বব্যাপী বাতিল হয়েছে প্রায় সাড়ে ১১ হাজার ফ্লাইট। এত ফ্লাইট বাতিল হওয়ায় ব্যাপক সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা।

তবে গত কয়েকদিনে সবচেয়ে বেশি বাতিল হয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের ফ্লাইট। এখানেই শেষ নয়, ফ্লাইট বাতিলের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের স্টক মার্কেটেও। কমেছে যুক্তরাষ্ট্র চীনসহ বিভিন্ন দেশে এয়ারলাইন্স সম্পর্কিত শেয়ারের দাম।

আরও পড়ুন

এই প্রথম ওয়েব সিরিজে ডিপজল

এ পরিস্থিতি বৈশ্বিক এয়ারলাইন্স খাতের জন্য বিরাট ঝুঁকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

ওমিক্রনের সংক্রমণ যেমন ঝুঁকি বাড়াচ্ছে, তেমনি হাজার হাজার ফ্লাইট বন্ধও অ্যাভিয়েশন ব্যবসাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এ অবস্থা পরিবর্তন না হলে বিরাট ক্ষতির সম্মুখীন হবে বিশ্বের বিমান পরিবহণ সেবা।
সংকট নিরসনে বিকল্প পথ বের করার আহ্বান জানান তারা। জোর দেন টিকার বুস্টার ডোজ গ্রহণের ওপরও।

news24bd.tv/এমি-জান্নাত