যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, বাসে আগুন

সংগৃহীত ছবি

যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, বাসে আগুন

অনলাইন ডেস্ক

মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায়  আহত হয়েছেন আরও ১০ জন।

গতকাল বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়।

প্রায় ১ ঘণ্টা মাদারীপুর -শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পরই বাসের চালক পালিয়ে যান।

জানা গেছে, নিহত ওই ইজিবাইক চালকের নাম কালাম ফরাজি নিহত (৪৫)।

তিনি মাদারীপুর সদর উপজেলার ডিগ্রি খোয়াজপুর গ্রামের খালেক ফরাজির ছেলে।  

আরও পড়ুন:


খাবার সামনে এলে যে দোয়া পড়তে হয়


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরে থেকে একটি ইজিবাইক খোয়াজপুরের দিকে যাচ্ছিল। তখন পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইক চালক কালাম ফরাজি নিহত (৪৫) হন।

আহত হয়েছেন খোয়াপুর এলাকার রাজ্জাক মালতের ছেলে আলামিন (২২),একই এলাকার মজিদ খানের ছেলে  (রকিব), আয়নাল খানের ছেলে  রিয়াজ,কালু ফকিরের ছেলে  রাসেল (২০), মোশারফ মালতের ছেলে আজিজসহ (২০) কমপক্ষে ১০জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।  

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান মিয়া জানান, যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হওয়ার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটিকে আটকে রাখা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যায়।

news24bd.tv রিমু