ভোটারদের বাধা দেয়ার অভিযোগ কাউন্সিলর প্রার্থী খোরশেদের স্ত্রীর

ফাইল ছবি

ভোটারদের বাধা দেয়ার অভিযোগ কাউন্সিলর প্রার্থী খোরশেদের স্ত্রীর

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করা প্রার্থীরাও আছেন ভোটের মাঠে। তবে নির্বাচনে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা।

আজ রোববার (১৬ জানুয়ারি) সকালে তিনি এ অভিযোগ করেন।

লুনা জানান, ‌মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ে ভোটার আইডির ফটোকপি নিয়ে প্রবেশ করতে চাইলে এক ভোটারকে আটকে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে চাইলে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা জানান, উপরের নির্দেশনা রয়েছে এনআইডি ছাড়া প্রবেশ করতে না দিতে।

তিনি আরও বলেন, আমরা বার বার বলছি, ইসির নির্দেশনা রয়েছে এনআইডির ফটোকপি নিয়ে যে কেউ ভোট দিতে পারবেন। তবে এখানে তা দিতে দেওয়া হচ্ছে না।

আমাদের ভোটাররা বাধাগ্রস্ত হচ্ছেন।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার গণমাধ্যমকে জানান, অবশ্যই ভোটারদের ভোট দিতে যেতে দিতে হবে। ফটোকপি থাকলেও তারা ভোট দিতে পারবেন। পুলিশ এতে কোনোভাবেই বাধা দিতে পারে না। বিষয়টি দেখছি।

আরও পড়ুন


উপনির্বাচন: টাঙ্গাইল-৭ আসনের ভোটগ্রহণ চলছে

news24bd.tv এসএম