লকডাউন বিধিভঙ্গের ঝুঁকির ব্যাপারে কেউ সতর্ক করেনি: বরিস

বরিস জনসন

লকডাউন বিধিভঙ্গের ঝুঁকির ব্যাপারে কেউ সতর্ক করেনি: বরিস

অনলাইন ডেস্ক

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি করেছেন, ১০ নং ডাউনিং স্ট্রিটের বাগানে মদ্যপানের পার্টি আয়োজনে লকডাউনের বিধিভঙ্গের ঝুঁকির ব্যাপারে কেউ সতর্ক করেনি। গতকাল মঙ্গলবার উত্তর লন্ডনের একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাবেক সহকারী ডমিনিক কামিংসের সাম্প্রতিক মন্তব্যের জের ধরে বরিস এ কথা বলেন।  

বরিস জনসন বলেন, 'যা ঘটেছে আমি তার সম্পূর্ণ দায় বহন করি।

কিন্তু কেউই আমাকে বলেনি এবং আমি এই বিষয়ে একেবারেই স্পষ্টবাদী। কেউ আমাকে বলেনি যে এটা এমন একটি ঘটনা যা নিয়মের বিরুদ্ধে। যতটুকু মনে পড়ে, খুবই অল্প সময়ের জন্য সেই বাগানে গিয়েছিলাম আমি। ২৫ মিনিট বা অল্প একটু বেশি।
ধন্যবাদ জানাই যারা কোভিডের জন্য কাজ করেছিল এবং কাজ চালিয়ে যাচ্ছিল। আর তারপরেই আমি আমার কার্যালয়ে ফিরে আসি'।

আরও পড়ুন:


 

করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ৭ হাজার ৬৪০


করোনা সংক্রমণ রোধে ২০২০ সালের মে মাসে যুক্তরাষ্ট্রে কঠোর লকডাউন চলাকালীন ডাউনিং স্ট্রিটের বাগানে মদপানের পার্টিতে বরিসের উপস্থিত থাকা নিয়ে গেল কয়েকদিন ধরে ব্রিটিশ রাজনীতিতে উত্তেজনা চলছে। ওই ঘটনা নিয়ে শোরগোল শুরু হলে প্রকাশ্যে ক্ষমা চান প্রধানমন্ত্রী।

news24bd.tv রিমু