আফগানিস্তানে মিনিবাসে বোমা বিস্ফোরণ, নিহত ৭

সংগৃহীত ছবি

আফগানিস্তানে মিনিবাসে বোমা বিস্ফোরণ, নিহত ৭

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বাস টার্মিনালের শিয়া হাজারা অধ্যুষিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন নারী। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই মিনিবাসের জ্বালানির ট্যাংকারে বোমাটি লাগানো ছিল। সম্প্রতি আফগানিস্তানের শিয়া হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে প্রায়ই হামলা চালানোর অভিযোগ উঠছে আইএসকেপির বিরুদ্ধে। তবে এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

এ বিষয়ে হেরাতের একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় গণপরিহন হিসেবে ব্যবহৃত একটি ভ্যানগাড়িতে বিস্ফোরণটি ঘটে; আহতের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

 

গত বছর ১৫ অগাস্ট তালেবানের ক্ষমতা দখলের পর পুরো আফগানিস্তান জুড়ে একের পর এক বিস্ফোরণ ও হামলা সংগঠিত হচ্ছে। ওই সব হামলার অধিকাংশের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

আরও পড়ুন:


মুম্বাইয়ে ২০তলা ভবনে আগুন, নিহত ৭

তাছাড়া, পশ্চিমা দেশুগুলোর নিষেধাজ্ঞা আরোপের ফলে দেশটি বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে; এই হামলা নতুন প্রশাসনের নিরাপত্তা পরিস্থিতিকেও খারাপ করে তুলতে পারে বলে মনে করছে রয়টার্স।

সূত্র: রয়টার্স