ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি শিশু 

সংগৃহীত ছবি

ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি শিশু 

অনলাইন ডেস্ক

ইরানের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম (১৩) । দেশটির আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই বিজয় অর্জন করে হাফেজ সালেহ আহমাদ।  

হাফেজ সালেহ আহমাদ রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি ঢাকার শিক্ষার্থী। হাফেজ সালেহ আহমাদ তাকরীমের গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

সালেহর বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক। তার মা গৃহিণী।  

৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা গত ১ থেকে ৫ মার্চ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়। ৫ মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে তা শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে ইরানের সংস্কৃতিমন্ত্রী মুহাম্মাদ মাহদি ইসমাইলি, শিক্ষামন্ত্রী ইউসুফ নুরি ও ইসলামিক দাওয়া সেন্টারের প্রধান সৈয়দ মাহদি খামুশিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
news24bd.tv/আলী