রাঙামাটিতে বন্দুকযুদ্ধে চারজন নিহত

অনলাইন ডেস্ক

রাঙামাটির রাজস্থলীতে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, জেএসএস ও মগ লিবারেশন আর্মি, এমএনপি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে চারজন নিহত হওয়ার খবর পাওয়ায় গেছে। মঙ্গলবার সকালে রাঙামাটি রাজস্থলী উপজেলার তাইন্দ্যাং পাড়ায় এ ঘটনা ঘটে।  আইনশৃঙ্খলা বাহিনী নিহতদের লাশ উদ্ধারের চেষ্টা করছে।  

জানা যায়, রাঙামাটি রাজস্থলী উপজেলার ৩নং গাইন্দা আইনিয়নের পাইন্দং পাড়ায় পাহাড়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও এমএনপি সদস্যদের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

উভয় পক্ষের মধ্যে চলে ঘন্টাব্যাপী গুলি বিনিময়। এসময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় তিনজন। আহত হয় আরও দুইজন।  

খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে যায় সেনা সদস্যরা।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আঞ্চলিক সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের সদস্যরা পালিয়ে যায়। তবে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে,  রাজস্থলী-চন্দ্রঘোনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ ।

news24bd.tv/আলী