২৫ বছর বয়সে অবসর নিলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড়

সংগৃহীত ছবি

২৫ বছর বয়সে অবসর নিলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড়

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেন জয় করা বিশ্বের এক নম্বর টেনিস তারকা অস্ট্রেলিয়ান অ্যাশলে বার্টি পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টে নিজেই এই কথা জানালেন।

অস্ট্রেলিয়ান ওপেনে তার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতার মাত্র দুই মাস পর বার্টির অবসরের এই মর্মান্তিক সিদ্ধান্তটি এলো। আর অস্ট্রেলিয়ার ইতিহাসে ৪৪ বছরে এই শিরোপা জেতা প্রথম কোনও স্বদেশী খেলোয়াড় তিনি।

জুন ২০১৯ থেকে তিনি র‍্যাংকিং-এ এক নম্বরে রয়েছেন। কেন হঠাৎই অজি তারকা টেনিস থেকে বিদায় নিলেন সে ব্যাপারে স্পষ্ট করে জানাননি তিনি। আগামীকাল প্রেস কনফারেন্সে সেটা ব্যাখ্যা করবেন বলে জানিয়েছেন।  

টেনিস জগতে এক কথায় স্বপ্নের মতো উত্থান হয়েছিলো অ্যাশলে বার্টির।

২০১৯ ছিল বার্টির ক্যারিয়ারের সেরা সময়। ওই বছরেই ফরাসি ওপেনে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন। তারপর সে বছরই বিভিন্ন প্রতিযোগিতায় জিতে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা হন।

news24bd.tv/এমি-জান্নাত