ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৫৮

সংগৃহীত ছবি

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৫৮

অনলাইন ডেস্ক

ফিলিপাইনে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ এ দাঁড়িয়েছে। অতি বৃষ্টির ফলে কাদামাটির ধসে ঢেকে যাওয়া গ্রামগুলো থেকে আরো মৃতদেহ উদ্ধারের পর আজ বুধবার সরকারি হিসাবে নিহতদের এই সংখ্যা প্রকাশ করা হয়।  

শক্তিশালী মৌসুসি ঘূর্ণিঝড় 'মেগি' এই দ্বীপপুঞ্জের মধ্যাঞ্চলীয় প্রদেশ লেইতের বেবে সিটি ঘিরে গ্রামগুলোতে আঘাত হানায় এ বছরের সবচেয়ে বেশি এই প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেবে সিটির আশেপাশের ছয়টি গ্রাম ভেঙে মাটি ধসে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে।

প্রায় ২৭ জন নিখোঁজ রয়েছেন।

সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারীরা কাদা ও মাটির স্তূপ এবং ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধার করে। এছাড়া উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

জাতীয় দুর্যোগ সংস্থার মতে, নেগ্রোস ওরিয়েন্টালের কেন্দ্রীয় প্রদেশে তিনজন এবং মিন্দানাওর প্রধান দক্ষিণ দ্বীপে আরও তিনজন নিহত হয়েছেন।

সুপার টাইফুন 'রাই' দেশের বিভিন্ন অংশে বিধ্বস্ত হওয়ার চার মাস পর মেগি আঘাত হানে। সেসময় ৪০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন। তথ্যমতে, ফিলিপাইনে বছরে গড়ে ২০ টি টাইফুন আঘাত হানে।

news24bd.tv/রিমু